ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ১১৬৮
নামাযের অধ্যায়
মৃতের ভালো দিকগুলো উল্লেখ করা এবং খারাপ দিক থেকে চুপ থাকা
(১১৬৮) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা তোমাদের মৃতদের ভালো বিষয়গুলো উল্লেখ করবে এবং খারাপ বিষয়গুলো থেকে বিরত থাকবে।
كتاب الصلاة
عن ابن عمر رضي الله عنهما مرفوعا: أذكروا محاسن موتاكم وكفوا عن مساويهم
tahqiqতাহকীক:তাহকীক চলমান