ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ১১৪৭
কবর প্রশস্ত করা, গভীর করা, সুন্দর করা, পাশ-কবর বা গর্ত-কবর
(১১৪৭) আনাস ইবন মালিক রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর ওফাতের সময় মদীনায় একব্যক্তি পার্শ্ব-কবর খনন করতেন এবং একব্যক্তি গর্ত-কবর বা সিন্দুক কবর খনন করতেন। সাহাবিগণ বলেন, আমার আমাদের প্রভুর কাছে উত্তম সিদ্ধান্ত গ্রহণের তাওফীক প্রার্থনা করি এবং দুই কবর খননকারীকেই ডাকতে পাঠাই। তাদের মধ্যে যে আগে আসবে তাকেই আমরা কবর খনন করতে দিব। তখন পার্শ্ব-কবর খননকারী আগে আগমন করেন। ফলে সাহাবিগণ রাসূলুল্লাহ (ﷺ) এর জন্য পার্শ্ব-কবর খনন করেন।
عن أنس بن مالك رضي الله عنه قال: لما توفي النبي صلى الله عليه وسلم كان بالمدينة رجل يلحد وآخر يضرح فقالوا نستخير ربنا ونبعث إليهما فأيهما سبق تركناه فأرسل إليهما فسبق صاحب اللحد فلحدوا للنبي صلى الله عليه وسلم
