ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ১১৪৬
কবর প্রশস্ত করা, গভীর করা, সুন্দর করা, পাশ-কবর বা গর্ত-কবর
(১১৪৬) সা'দ ইবন আবী ওয়াক্কাস রা. তার মৃত্যুপূর্ব অসুস্থতার মধ্যে বলেন, আমার জন্য তোমরা পার্শ্ব-কবর খনন করবে এবং এই পাশ-গর্তের মুখে মাটির ইটগুলোকে দাঁড় করিয়ে দিবে, যেরূপভাবে রাসূলুল্লাহ (ﷺ) এর জন্য করা হয়েছিল ।
عن سعد بن أبي وقاص رضي الله عنه أنه قال في مرضه الذي هلك فيه: ألحدوا لي لحدا وانصبوا علي اللبن نصبا كما صنع برسول الله صلى الله عليه وسلم
