ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ১১৪৮
রাতে কবর দেওয়া এবং মৃতকে কিবলার দিক থেকে কবরে ঢোকানো
(১১৪৮) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) একটি কবরে রাত্রিকালে প্রবেশ করেন। তখন তাঁর জন্য একটি প্রদীপ জ্বালানো হয় । তখন তিনি তাকে কিবলার দিক থেকে গ্রহণ করেন এবং বলেন, 'আল্লাহ তোমাকে রহমত করুন, তুমি আল্লাহর বেশী বেশী ইবাদতকারী ক্রন্দনকারী, বেশী বেশী কুরআন তিলাওয়াতকারী ছিলে'। এবং তিনি তার উপরে চারবার তাকবীর বলেন ।
عن ابن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم دخل قبرا ليلا فأسرج له سراج فأخذه من قبل القبلة وقال رحمك الله إن كنت لأواها تلاء للقرآن وكبر عليه أربعا
