ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ১১৪১
নামাযের অধ্যায়
পায়ে হেঁটে শবাধারের অনুসরণ করা
(১১৪১) জাবির ইবন সামুরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আবু দাহদাহর শবাধারের অনুসরণ করেন হেঁটে হেঁটে এবং ফিরে আসেন ঘোড়ায় আরোহণ করে ।
كتاب الصلاة
عن جابر بن سمرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلّم إتبع جنازة أبي الدحداح ماشيا ورجع على فرس
tahqiqতাহকীক:তাহকীক চলমান