ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ১১৪২
পায়ে হেঁটে শবাধারের অনুসরণ করা
(১১৪২) সাওবান রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) একটি শবাধারের সাথে ছিলেন । তখন তাঁকে একটি বাহন এনে দেওয়া হয়। তিনি আরোহণ করতে অস্বীকৃতি জানান । যখন মৃতকে কবরস্থ করা শেষ করে তিনি ফিরলেন, তখন তাঁকে একটি বাহন এনে দেওয়া হল। তখন তিনি বাহনে আরোহণ করেন।
عن ثوبان رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم أتي بدابة وهو مع الجنازة فأبى أن يركبها فلما انصرف أتي بدابة فركب
