ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ১১৪০
মৃতদেহ বা শবাধার দেখে দাঁড়ানো
(১১৪০) আলী রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে শবাধার দেখলে দাঁড়াতে নির্দেশ দেন। এর পরে তিনি বসে থাকেন এবং আমাদেরকে বসার নির্দেশ দেন।
عن علي رضي الله عنه قال: أمرنا رسول الله صلى الله عليه وسلم بالقيام في الجنازة ثم جلس بعد ذلك وأمرنا بالجلوس
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১১৪০ | মুসলিম বাংলা