ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ১১৩৮
কবরে নেওয়ার সময় শবাধারের পেছনে হ্যাঁটা
(১১৩৮) তাবিয়ি তাউস (১০৬ হি.) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর মৃত্যুপর্যন্ত কখনো শবাধারের পেছনে ছাড়া হ্যাঁটেন নি।
عن طاوس قال: ما مشى رسول الله صلى الله عليه وسلم في جنازة حتى مات إلا خلف الجنازة
