ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ১১০৮
নামাযের অধ্যায়
কারো অমুসলিম আত্মীয় মারা গেলে
(১১০৮) ইবন আব্বাস রা. থেকে বর্ণিত, একজন খ্রিস্টান ব্যক্তি মৃত্যুবরণ করলে ওই ব্যক্তির মুসলিম পুত্রকে ইবন আব্বাস রা. বলেন, তুমি তাকে গোসল করাও, কাফন পরাও, সুগন্ধি মাখাও ও কবরস্থ করো।
كتاب الصلاة
عن ابن عباس رضي الله عنهما في النصراني مات قال لابنه المسلم: إغسله وكفنه وحنطة ثم ادفنه