ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ১১০৬
হজ্জ-উমরার ইহরাম অবস্থায় মৃতুবরণ করলে
(১১০৬) ইবন আব্বাস রা. বলেন, বিদায় হজ্জের সময় একব্যক্তি ইহরাম অবস্থায় মৃত্যুবরণ করেন। তার কাফনের বিষয়ে রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তোমরা তাকে পানি ও বদরি গাছের পাতা দিয়ে গোসল করাও, তাকে দুইটি কাপড়ে কাফনাবৃত করো, তাকে তোমরা সুগন্ধ মাখাবে না এবং তোমরা তার মাথা আবৃত করবে না; কারণ সে কিয়ামতের দিন তালবিয়া পাঠ করতে করতে উঠবে ।
عن ابن عباس رضي الله عنهما مرفوعا في كفن المحرم: اغسلوه بماء وسدر وكفنوه في ثوبين ولا تحنطوه ولا تخمروا رأسه فإنه يبعث يوم القيامة ملبيا

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার রাহ. বলেন, উপরে উল্লেখিত আয়িশা রা. ও ইবন উমার রা.র হাদীসদ্বয়ের আলোকে বোঝা যায় যে, মাথা অনাবৃত রাখার এই নির্দেশটি সম্ভবত এই ব্যক্তির জন্য খাস বা বিশেষ বিধান। 'সে কিয়ামতের দিন তালবিয়া পাঠ করতে করতে উঠবে' কথাটি থেকেও তা বোঝা যায় । এছাড়া রাসূলুল্লাহ (ﷺ) তাকে বদরি বৃক্ষের পাতা দিয়ে গোসল করাতে বলেছেন। আর ইহরাম অবস্থায় বদরি বৃক্ষের পাতা দিয়ে গোসল করা নিষেধ। এতে বোঝা যায় যে, মৃত্যুর পরে ইহরামের বিধান থাকে না। আল্লাহই ভালো জানেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন