ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ১১০৫
হজ্জ-উমরার ইহরাম অবস্থায় মৃতুবরণ করলে
(১১০৫) আব্দুল্লাহ ইবন উমার রা. থেকে বর্ণিত, তার একপুত্র ইহরাম অবস্থায় মৃত্যুবরণ করে। তিনি তাকে কাফনাবৃত করার সময় তার মাথা ও মুখ আবৃত করেন ।
عن عبد الله بن عمر رضي الله عنهما أنه كفن ابنه ومات محرما وخمر رأسه ووجهه
tahqiqতাহকীক:তাহকীক চলমান