ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ১১০৪
হজ্জ-উমরার ইহরাম অবস্থায় মৃতুবরণ করলে
(১১০৪) আয়িশা রা.কে প্রশ্ন করা হয়, ইহরাম অবস্থায় কেউ মৃত্যুবরণ করলে তার বিধান কী? তিনি বলেন, তোমাদের মৃতদের জন্য তোমরা যা কিছু কর ইহরাম অবস্থায় মৃতবরণকারীর জন্যও তা করবে ।
عن عائشة رضي الله عنها أنها سئلت عن المحرم يموت فقالت: اصنعوا به كما تصنعون موتاكم
tahqiqতাহকীক:তাহকীক চলমান