ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৯৭
মৃতকে গোসল করানো ও কাফন পরানোর বিস্তারিত বিবরণ
(১০৯৭) উমার রা. এবং ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কিয়ামতের দিন সকল সম্পর্ক ও বংশপরিচয় বিচ্ছিন্ন হয়ে যাবে; শুধুমাত্র আমার সম্পর্ক ও আমার বংশপরিচয় ছাড়া।
عن عمر وعن ابن عباس رضي الله عنهم مرفوعا: كل سبب ونسب منقطع يوم القيامة إلا سببي ونسبي
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১০৯৭ | মুসলিম বাংলা