ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৯৬
মৃতকে গোসল করানো ও কাফন পরানোর বিস্তারিত বিবরণ
(১০৯৬) আয়িশা রা. বলেন, আমার এক অসুস্থতার সময়ে রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বলেন, তুমি যদি আমার আগে মৃত্যুবরণ কর তাহলে আমি তোমার তত্ত্বাবধান করে তোমাকে গোসল করিয়ে, কাফন পরিয়ে, তোমার জন্য ৪১ সালাত আদায় করে তোমাকে দাফন করব।
عن عائشة رضي الله عنها مرفوعا: لو مت قبلي فقمت عليك فغسلتك وكفنتك وصليت عليك ودفنتك

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার রাহ. বলেন, এর কারণ হল মৃত্যুর কারণে রাসূলুল্লাহ (ﷺ) এর আত্মীয়তা ও বৈবাহিক সম্পর্ক ভঙ্গ হয় না। নিচের হাদীস থেকে তা জানা যায়।

[গ্রন্থকার হাদীসটির 'তুমি যদি আমার আগে মৃত্যুবরণ কর তাহলে আমি তোমার তত্ত্বাবধান করে তোমাকে গোসল করাব এবং কাফন পরাব পর্যন্ত উদ্ধৃত করেছেন। পরবর্তী অংশ 'তোমার জন্য সালাত আদায় করে তোমাকে দাফন করব' অনুবাদকের সংযোজন। গ্রন্থকার টীকায় বলেন, “হাদীসটির সনদের রাবীগণ নির্ভরযোগ্য। নীমাবি বলেন, فغسلتك 'অতঃপর তোমাকে গোসল করাব' অংশটুকু সংরক্ষিত নয়"। দেখুন: নীমাবি, আসারুস সুনান, পৃ. ৩২৪।-সম্পাদক]
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১০৯৬ | মুসলিম বাংলা