ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৯৫
নামাযের অধ্যায়
মৃতকে গোসল করানো ও কাফন পরানোর বিস্তারিত বিবরণ
(১০৯৫) আবু বাকর সিদ্দীক রা.র স্ত্রী আসমা বিনতু উমাইস রা. বলেন, ফাতিমা রা. ওসীয়ত করেন যে, তার স্বামী আলী রা. এবং আসমা বিনতু উমাইস তাকে গোসল করাবেন। সেমতো তারা তাকে গোসল করান ।
كتاب الصلاة
عن أسماء بنت عميس أن فاطمة أوصت أن يغسلها زوجها علي وأسماء رضي الله عنهن فغسلاها .
tahqiqতাহকীক:তাহকীক চলমান