ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ১০৯৪
মৃতকে গোসল করানো ও কাফন পরানোর বিস্তারিত বিবরণ
(১০৯৪) তাবিয়ি আব্দুল্লাহ ইবন আবু বাকর ইবন হাযম (১৩৫ হি.) বলেন, আবু বাকর সিদ্দীক রা.র ওফাত হলে তার স্ত্রী আসমা বিনতু উমাইস তাকে গোসল দান করেন।
عن عبد الله بن أبي بكر أن أسماء بنت عميس (امرأة أبي بكر الصديق) غسلت أبا بكر الصديق رضي الله عنهما حين توقي
হাদীসের ব্যাখ্যা:
গ্রন্থকার রাহ. বলেন, এর কারণ মৃত্যুর কারণে স্ত্রীর বৈবাহিক সম্পর্ক নষ্ট হয় না; এজন্য তাকে ইদ্দত পালন করতে হয়।
