ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৯৩
নামাযের অধ্যায়
মৃতকে গোসল করানো ও কাফন পরানোর বিস্তারিত বিবরণ
(১০৯৩) তাবিয়ি মাকহুল (৫০-১১৩ হি.) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কোনো মহিলা পুরুষদের মাঝে মৃত্যুবরণ করেন, যেখানে অন্য কোনো মহিলা নেই, অথবা কোনো পুরুষ মহিলাদের মধ্যে মৃত্যুবরণ করেন যেখানে অন্য কোনো পুরুষ নেই, তাহলে সেই মৃতদেহকে তায়াম্মুম করিয়ে দাফন করতে হবে। পানি না পেলে যেমন তায়াম্মুম করতে হয়, এই দুই মৃতেরও সেই বিধান।
كتاب الصلاة
عن مكحول مرسلا مرفوعا: إذا ماتت المرأة مع الرجال ليس معهم امرأة غيرها والرجل مع النساء ليس معهن رجل غيره فإنهما يتيممان ويدفنان وهما بمنزلة من لا يجد الماء
tahqiqতাহকীক:তাহকীক চলমান