ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ১০৯৮
মৃতকে গোসল করানো ও কাফন পরানোর বিস্তারিত বিবরণ
(১০৯৮) জাবির ইবন আব্দুল্লাহ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের কেউ যখন তার ভাইকে কাফন পরাবে তখন সে যেন তাকে সুন্দর মানানসই কাফন প্রদান করে।
عن جابر بن عبد الله رضي الله عنهما مرفوعا: إذا كفن أحدكم أخاه فليحسن كفنه
