ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৭১
বিচ্ছু, সাপ ইত্যাদি দংশনের দুআ
(১০৭১) আলী রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সালাতে রত ছিলেন, এমতাবস্থায় একটি বিছা তাঁকে কামড় দেয়। তিনি সালাত সমাপ্ত করার পরে পানি এবং লবণ চেয়ে নিয়ে ক্ষতের উপর মুছতে থাকেন এবং সূরা কাফিরুন, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করতে থাকেন।
عن علي رضي الله عنه قال: لدغت النبي صلى الله عليه وسلم عقرب وهو يصلي فلما فرغ... دعا بماء وملح فجعل يمسح عليها ويقرأ: قل يا أيها الكافرون وقل أعوذ برب الفلق وقل أعوذ برب الناس
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১০৭১ | মুসলিম বাংলা