ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৭২
বিচ্ছু, সাপ ইত্যাদি দংশনের দুআ
(১০৭২) আবু সায়ীদ খুদরি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর কয়েকজন সঙ্গী সফরে ছিলেন। চলার পথে এক আরবীয় বসতিতে তারা মেহমান হতে চান । তারা মেহমানদারি করতে অস্বীকৃতি জানায় এবং বলে, তোমাদের মধ্যে কি কোনো ঝাড়ফুঁকে পারদর্শী আছে? আমাদের মহল্লার নেতা দংশিত বা রোগাক্রান্ত । তখন সাহাবিগণের মধ্য থেকে একব্যক্তি বলেন, হ্যাঁ । তখন তিনি সেখানে গমন করে ওই ব্যক্তিকে সূরা ফাতিহা পাঠ করে ফুঁ দেন। ফলে লোকটি সুস্থ হয়ে যায়।...
عن أبي سعيد الخدري رضي الله عنه أن ناسا من أصحاب رسول الله صلى الله عليه وسلم كانوا في سفر فمروا بحي من أحياء العرب فاستضافوهم فلم يضيفوهم فقالوا لهم هل فيكم راق؟ فإن سيد الحي لديغ أو مصاب فقال رجل منهم نعم فأتاه فرقاه بفاتحة الكتاب فبراً الرجل
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
ফিকহুস সুনান - হাদীস নং ১০৭২ | মুসলিম বাংলা