ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ১০৬৬
রোগমুক্তির জন্য ঝাড়ফুঁক
(১০৬৬) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর পরিবারের কেউ অসুস্থ হলে 'আউযু...' সূরাগুলো (সূরা ফালাক ও নাস) দ্বারা তাকে ফুঁক দিতেন।
عن عائشة رضي الله عنها قالت: كان رسول الله صلى الله عليه وسلم إذا مرض أحد من أهله نفث عليه بالمعوذات
