ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৪২
ইসতিসকা বা বৃষ্টি প্রার্থনার দুআসমূহ
(১০৪২) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন বৃষ্টি দেখতেন তখন বলতেন, 'হে আল্লাহ, একে প্রবল কল্যাণময় বারিপাতে পরিণত করুন’ ।
عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم كان إذا رأى المطر يقول: اللهم صيبا نافعا
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ১০৪২ | মুসলিম বাংলা