ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৪৩
ইসতিসকা বা বৃষ্টি প্রার্থনার দুআসমূহ
(১০৪৩) আব্দুল্লাহ ইবন উমার রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) যখন বিদ্যুৎ চমকানো বা বজ্রপাতের শব্দ শুনতেন তখন বলতেন, 'হে আল্লাহ, আমাদেরকে আপনার ক্রোধ দ্বারা ধ্বংস হত্যা করবেন না এবং আমাদেরকে আপনার শাস্তি দ্বারা ধ্বংস করবেন না। আর তার পূর্বেই আমাদেরকে ক্ষমা ও নিরাপত্তা দান করুন'।
عن عبد الله بن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم كان إذا سمع صوت الرعد والصواعق يقول: اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১০৪৩ | মুসলিম বাংলা