ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৪১
ইসতিসকা বা বৃষ্টি প্রার্থনার দুআসমূহ
(১০৪১) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মেঘকে আসতে দেখলে বলতেন, 'হে আল্লাহ, আমরা এই মেঘমালা যে অকল্যাণসহ প্রেরিত হয়েছে তা থেকে আপনার আশ্রয় গ্রহণ করছি। ...হে আল্লাহ একে উপকারী প্রবাহিত কল্যাণময় অনুদানে পরিণত করুন'। তিনি একথা দুইবার বা তিনবার বলতেন।
عن عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم كان إذا رأى سحابا مقبلا يقول: اللهم إنا نعوذ بك من شر ما أرسل به... اللهم سيبا نافعا مرتين أو ثلاثة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১০৪১ | মুসলিম বাংলা