ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ১০৪০
ইসতিসকা বা বৃষ্টি প্রার্থনার দুআসমূহ
(১০৪০) জা'ফর ইবন আমর তার পিতা থেকে, তার দাদা থেকে বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বৃষ্টি প্রার্থনার দুআয় বলেন, 'হে আল্লাহ, আপনি আমাদের জমিনের উপরে তার সৌন্দর্য ও তার প্রশান্তি অবতীর্ণ করুন। আমাদের পাহাড়গুলো রোদ্রতপ্ত হয়ে গিয়েছে, যমিন সবুজহীন ধূলিধূসরিত হয়ে গিয়েছে এবং আমাদের জীবজানোয়ারগুলো পিপাসার্ত হয়ে গিয়েছে । হে কল্যাণ প্রেরণকারী কল্যাণের স্থান থেকে, হে রহমত নাযিলকারী রহমতের খনি থেকে, হে বরকত প্রবাহকারী বরকত গ্রহীতাদের উপরে ত্রাণকারী বৃষ্টির মাধ্যমে, আপনার নিকটেই ক্ষমা প্রার্থনা করা হয় এবং আপনিই মহান ক্ষমাকারী, আমরা আমাদের কঠিন পাপগুলো থেকে আপনার নিকট ক্ষমা প্রার্থনা করছি এবং আমাদের সকল অন্যায় থেকে আপনার নিকট তাওবা করছি। হে আল্লাহ, আসমান থেকে আমাদের জন্য প্রবল বারিধারা প্রেরণ করুন এবং আপনার আরশের নিচ থেকে প্রবল বৃষ্টি দিয়ে তা সংযুক্ত করুন, যা আমাদের কল্যাণ করবে, আমাদের কাছে আসবে সাধারণ, সর্বব্যাপী, পরিতৃপ্তকারী, যমিন আবৃত্তকারী, বড় বড় ফোটায়, ভূমির উর্বরতা বৃদ্ধিকারী, চারণভূমি গাছপালা-তরুলতায় পূর্ণকারী প্রবল বারিধারা রূপে।
عن جعفر بن عمرو بن حريث عن أبيه عن جده مرفوعا: اللهم أنزل على أرضنا زينتها وسكنها اللهم ضاحت جبالنا واغبرت أرضنا وهامت دوابنا معطي الخيرات من أماكنها ومنزل الرحمة من معادنها ومجري البركات على أهلها بالغيث المغيث أنت المستغفر الغفار فنستغفرك للحامات من ذنوبنا ونتوب إليك من عوام خطايانا اللهم فأرسل السماء علينا مدرارا واصل بالغيث واكف من تحت عرشك حيث ينفعنا ويعود علينا غيثا عاما طبقا غبقا مجللا غدقا خصبا راتعا ممرع النبات
