ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৩৯
ইসতিসকা বা বৃষ্টি প্রার্থনার দুআসমূহ
(১০৩৯) আমর ইবন শুআইব তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বৃষ্টি প্রার্থনার দুআয় বলতেন, 'হে আল্লাহ, আপনি আপনার বান্দাদেরকে ও আপনার সৃষ্টি পশুপাখিকে বৃষ্টি দান করুন, আপনি আপনার রহমত ছড়িয়ে দিন এবং আপনি আপনার মৃত জমিন জীবিত করুন’
عن عمرو بن شعيب عن أبيه عن جده قال: كان رسول الله صلى الله عليه وسلم إذا استسقى قال: اللهم اسق عبادك وبهائمك وانشر رحمتك وأحي بلدك الميت
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১০৩৯ | মুসলিম বাংলা