ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৩৯
নামাযের অধ্যায়
ইসতিসকা বা বৃষ্টি প্রার্থনার দুআসমূহ
(১০৩৯) আমর ইবন শুআইব তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বৃষ্টি প্রার্থনার দুআয় বলতেন, 'হে আল্লাহ, আপনি আপনার বান্দাদেরকে ও আপনার সৃষ্টি পশুপাখিকে বৃষ্টি দান করুন, আপনি আপনার রহমত ছড়িয়ে দিন এবং আপনি আপনার মৃত জমিন জীবিত করুন’
كتاب الصلاة
عن عمرو بن شعيب عن أبيه عن جده قال: كان رسول الله صلى الله عليه وسلم إذا استسقى قال: اللهم اسق عبادك وبهائمك وانشر رحمتك وأحي بلدك الميت
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১০৩৯ | মুসলিম বাংলা