ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৩৮
ইসতিসকা বা বৃষ্টি প্রার্থনার দুআসমূহ
(১০৩৮) জাবির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বৃষ্টি প্রার্থনার দুআয় বলেন, 'হে আল্লাহ, আমাদেরকে ত্রাণকারী, আনন্দময়, উপকারী, ক্ষতিহীন, দ্রুত ও অবিলম্বিত প্রবল বৃষ্টি দান করুন'।
عن جابر بن عبد الله رضي الله عنه مرفوعا: اللهم اسقنا غيثا مغيثا مريئا مريعا نافعا غير ضار عاجلا غير آجل
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১০৩৮ | মুসলিম বাংলা