ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৩৭
ইসতিসকা বা বৃষ্টি প্রার্থনার দুআসমূহ
(১০৩৭) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) প্রথমে তাকবীর (আল্লাহু আকবার) বলেন এবং আল্লাহর প্রশংসা করেন।... এরপর বলেন, ‘প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহরই প্রাপ্য, যিনি দয়াময়, পরম দয়ালু । কর্মফল দিবসের মালিক । আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নেই। তিনি যা ইচ্ছা করেন তা করেন। হে আল্লাহ, আপনিই আল্লাহ । আপনি ছাড়া কোনো মা'বুদ নেই । আপনি অভাবমুক্ত অমুখাপেক্ষী এবং আমরা অভাবী মুখাপেক্ষী । আপনি আমাদের উপর বৃষ্টি অবতীর্ণ করুন এবং আপনি যা অবতীর্ণ করবেন তাকে আমাদের জন্য শক্তি ও সময় পর্যন্ত পৌঁছানোর পাথেয় বানিয়ে দিন'। অতঃপর তিনি তাঁর দুইহাত উঠাতেন, এমনকি তাঁর দুই বগলের শুভ্রতা দেখা যেত।
عن عائشة رضي الله عنها مرفوعا: كبر وحمد الله ثم قال: الحمد لله رب العالمين الرحمن الرحيم ملك يوم الدين لا إله إلا الله يفعل ما يريد اللهم أنت الله لا إله إلا أنت أنت الغني ونحن الفقراء أنزل علينا الغيث واجعل ما أنزلت لنا قوة وبلاغا إلى حين. ثم رفع يديه فلم يزل في الرفع حتى بدا بياض
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১০৩৭ | মুসলিম বাংলা