ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ১০৩৬
ইসতিসকা বা বৃষ্টি প্রার্থনার দুআসমূহ
(১০৩৬) আনাস রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বৃষ্টি প্রার্থনার দুআয় বলেন, ‘হে আল্লাহ, আমাদেরকে ত্রাণ করুন । হে আল্লাহ, আমাদেরকে ত্রাণ করুন' । হে আল্লাহ, আমাদেরকে ত্রাণ করুন'।
عن أنس بن مالك رضي الله عنه في دعاء استسقائه صلى الله عليه وسلم: اللهم أغثنا اللهم أغثنا اللهم أغثنا
