ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ১০৩৫
ইসতিসকা বা বৃষ্টি প্রার্থনার দুআসমূহ
(১০৩৫) আনাস রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বৃষ্টি প্রার্থনার দুআয় বলেন, 'হে আল্লাহ, আমাদেরকে পানি দান করুন। হে আল্লাহ, আমাদেরকে পানি দান করুন। হে আল্লাহ, আমাদেরকে পানি দান করুন'।
عن أنس بن مالك رضي الله عنه في دعاء استسقائه صلى الله عليه وسلم: اللهم اسقنا اللهم اسقنا اللهم اسقنا
