ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৩৪
ইসতিসকার সালাত ও চাদর ঘুরিয়ে পরিধান করা
(১০৩৪) তাবিয়ি আব্বাদ ইবন তামীম তার চাচা আব্দুল্লাহ ইবন যাইদ রা. থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ (ﷺ) যেদিন বৃষ্টি-প্রার্থনা করতে বের হন সেদিন আমি তাঁকে দেখেছিলাম। তিনি মানুষদের দিকে তাঁর পিঠ দিয়ে কিবলামুখি হয়ে দুআ করলেন। অতঃপর তিনি তাঁর চাদর ঘুরিয়ে নিলেন। অতঃপর তিনি আমাদেরকে নিয়ে দুই রাকআত সালাত আদায় করলেন। সালাতের মধ্যে তিনি সশব্দে কুরআন পাঠ করেন।
عن عباد بن تميم عن عمه قال: رأيت النبي صلى الله عليه وسلم يوم خرج يستسقي قال فحول إلى الناس ظهره واستقبل القبلة يدعو ثم حول رداءه ثم صلى لنا ركعتين جهر فيهما بالقراءة
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
ফিকহুস সুনান - হাদীস নং ১০৩৪ | মুসলিম বাংলা