ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৩৩
ইসতিসকার সালাত ও চাদর ঘুরিয়ে পরিধান করা
(১০৩৩) ইবন আব্বাস রা. রাসূলুল্লাহ (ﷺ) এর ইসতিসকার বর্ণনায় বলেন, তিনি অতি সাধারণ পোশাকে বিনীত বিনম্র ও কাতরভাবে বের হয়ে সালাতের মাঠে পৌঁছান। তিনি তোমাদের এই খুতবার মতো খুতবা দেন নি। কিন্তু তিনি অনবরত দুআ, আকুতি-মিনতি ও তাকবীর বলতে থাকেন । তিনি ঈদের সালাতের ন্যায় দুই রাকআত সালাত আদায় করেন ।
عن ابن عباس رضي الله عنه في استسقائه صلى الله عليه وسلم أنه صلى الله عليه وسلم خرج متبذلا متواضعا متضرعا حتى أتى المصلى فلم يخطب خطبتكم هذه ولكن لم يزل في الدعاء والتضرع والتكبير وصلى ركعتين كما كان يصلي في العيد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১০৩৩ | মুসলিম বাংলা