ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ১০৩২
দুআ ও ইসতিগফারের মাধ্যমে বৃষ্টি প্রার্থনা
(১০৩২) তাবিয়ি শা'বি (২৪-১০৪ হি.) বলেন, উমার রা. ইসতিসকা বা বৃষ্টি প্রার্থনার জন্য বের হন। তিনি শুধুমাত্র ইসতিগফার ছাড়া আর কিছুই করলেন না।
عن الشعبي قال: خرج عمر رضي الله عنه يستسقي فلم يزد على الاستغفار
