ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ১০২৭
সালাতুল কুসুফের পদ্ধতি
(১০২৭) নু'মান ইবন বাশীর রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হয় তাহলে তোমরা সর্বশেষ যে সালাত আদায় করেছ তদ্রূপ সালাত আদায় করবে। নাসায়ির অন্য বর্ণনায়, ‘সর্বশেষ ফরয সালাতের মতো সালাত আদায় করবে'।
عن النعمان بن بشير رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: إذا خسفت الشمس والقمر فصلوا كأحدث صلاة صليتموها... من المكتوبة
