ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ১০২৬
সালাতুল কুসুফের পদ্ধতি
(১০২৬) নু'মান ইবন বাশীর রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সূর্যগ্রহণ হলে আমাদের সালাতের মতো রুকু করে এবং সাজদা করে সালাত আদায় করলেন।
عن النعمان بن بشير رضي الله عنه مرفوعا: صلى حين انكسفت الشمس مثل صلاتنا يركع ويسجد
