ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ১০২৩
সালাতুল কুসুফের কুরআন পাঠ কীরূপ হবে
(১০২৩) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সালাতুল খুসুফের মধ্যে সশব্দে কুরআন পাঠ করেন।
عن عائشة رضي الله عنها: جهر النبي صلى الله عليه وسلم في صلاة الخسوف بقراءته

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার রা. বলেন, সম্ভবত চন্দ্রগ্রহণের সালাতে রাসূলুল্লাহ (ﷺ) সশব্দে কুরআন পাঠ করেছিলেন। আল্লাহই ভালো জানেন ।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ১০২৩ | মুসলিম বাংলা