ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ১০২৪
সালাতুল কুসুফের পদ্ধতি
(১০২৪) আবু বাকরা রা. বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট ছিলাম । এমতাবস্থায় সূর্যগ্রহণ শুরু হয়। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাঁর চাদর টেনে নিয়ে মসজিদে প্রবেশ করেন এবং আমরাও মসজিদে প্রবেশ করি। তিনি আমাদেরকে নিয়ে দুই রাকআত সালাত আদায় করেন। ইত্যবসরে গ্রহণ শেষ হয়ে যায়।
عن أبي بكرة رضي الله عنه قال: كنا عند رسول الله صلى الله عليه وسلم فانكسفت الشمس فقام النبي صلى الله عليه وسلم يجر رداءه حتى دخل المسجد فدخلنا فصلى بنا ركعتين حتى انجلت الشمس... كما تصلون
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১০২৪ | মুসলিম বাংলা