ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ১০২২
সালাতুল কুসুফের কুরআন পাঠ কীরূপ হবে
(১০২২) সামুরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদের নিয়ে কুসুফের (সূর্যগ্রহণের) মধ্যে সালাত আদায় করেন। আমরা তাঁর কোনো শব্দ শুনতে পাই নি।
عن سمرة بن جندب رضي الله عنه قال: صلى بنا رسول الله صلى الله عليه وسلم في كسوف فلم نسمع له صوتا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১০২২ | মুসলিম বাংলা