ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ১০১৪
সালাতুল ঈদের আগে ও পরে সালাত আদায়
(১০১৪) তাবিয়ি ইবন সীরীন বলেন, ইবন মাসউদ রা. ও হুযাইফা রা. মানুষদেরকে নিষেধ করতেন, অথবা তিনি বলেন, তারা দুইজন মানুষদেরকে বসিয়ে দিতেন, যাকে ইমামের আগমনের আগে (ঈদের মাঠে নফল) সালাত আদায় করতে দেখতেন।
عن ابن سيرين أن ابن مسعود وحذيفة رضي الله عنهما كانا ينهيان الناس أو قال: يجلسان من يرياه يصلي قبل خروج الإمام
