ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ১০১৩
সালাতুল ঈদের আগে ও পরে সালাত আদায়
(১০১৩) আবু সায়ীদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সালাতুল ঈদের পূর্বে কোনো সালাত আদায় করতেন না। অতঃপর যখন তিনি নিজ বাড়িতে ফিরতেন তখন দুই রাকআত সালাত আদায় করতেন।
عن أبي سعيد رضي الله عنه مرفوعا: لا يصلي قبل العيد شيئا فإذا رجع إلى منزله صلى ركعتين
