ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ১০১২
নামাযের অধ্যায়
সালাতুল ঈদের আগে ও পরে সালাত আদায়
(১০১২) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ঈদুল ফিতরের দিনে বের হয়ে দুই রাকআত সালাতুল ঈদ আদায় করেন। তিনি এর পূর্বে ও এর পরে কোনো সালাত আদায় করেন নি।
كتاب الصلاة
عن ابن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم خرج يوم الفطر فصلى ركعتين لم يصل قبلها ولا بعدها
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
ফিকহুস সুনান - হাদীস নং ১০১২ | মুসলিম বাংলা