ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ১০১২
সালাতুল ঈদের আগে ও পরে সালাত আদায়
(১০১২) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ঈদুল ফিতরের দিনে বের হয়ে দুই রাকআত সালাতুল ঈদ আদায় করেন। তিনি এর পূর্বে ও এর পরে কোনো সালাত আদায় করেন নি।
عن ابن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم خرج يوم الفطر فصلى ركعتين لم يصل قبلها ولا بعدها
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ১০১২ | মুসলিম বাংলা