ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ১০০৭
সালাতুল ঈদের পদ্ধতি
(১০০৭) আব্দুল্লাহ ইবন মাসউদ রা. বলেন, দুই ঈদের তাকবীর ৪ বার করে, ঠিক মৃতের উপর (জানাযার) সালাতের মতো।
عن عبد الله رضي الله عنه قال: التكبير في العيدين أربع كالصلاة على الميت
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১০০৭ | মুসলিম বাংলা