ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ১০০৬
সালাতুল ঈদের পদ্ধতি
(১০০৬) আলকামা এবং আসওয়াদ দুই তাবিয়ি বলেন, আব্দুল্লাহ ইবন মাসউদ রা. বসে ছিলেন। তার কাছে ছিলেন হুযাইফা রা. এবং আবু মুসা আশআরি রা.। (কুফার প্রশাসক সাহাবি) সায়ীদ ইবনুল আস রা. তাদেরকে সালাতুল ঈদের তাকবীরের বিষয়ে জিজ্ঞাসা করেন। তখন হুযাইফা রা. বলেন, আবু মুসা আশআরি রা.কে জিজ্ঞাসা করুন। আশআরি রা. বলেন, আব্দুল্লাহ রা.কে জিজ্ঞাসা করুন, কারণ তিনি আমাদের মধ্যে সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে জ্ঞানী। তখন ইবন মাসউদ রা. বলেন, চারটি তাকবীর বলবে । এরপর কুরআন পাঠ করবে। এরপর তাকবীর বলে রুকু করবে। এরপর দ্বিতীয় রাকআতে দাঁড়িয়ে কুরআন পাঠ করবে। এরপর কুরআন পাঠের পরে চারবার তাকবীর বলবে।
عن علقمة والأسود قال: كان ابن مسعود جالسا وعنده حذيفة وأبو موسى الأشعري فسألهم سعيد بن العاص رضي الله عنهم عن التكبير في صلاة العيد فقال حذيفة: سل الأشعري فقال الأشعري: سل عبد الله فإنه أقدمنا واعلمنا فسأله فقال ابن مسعود: يكبر أربعا ثم يقرأ ثم يكبر فيقوم في الثانية فيقرأ ثم يكبر أربعا بعد القراءة
