ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ১০০৫
ওযরের কারণে মসজিদের মধ্যে সালাতুল ঈদ আদায়
(১০০৫) আবু হুরাইরা রা. বলেন, এক ঈদের দিনে বৃষ্টিপাত হয়। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাদেরকে নিয়ে মসজিদে সালাতুল ঈদ আদায় করেন।
عن أبي هريرة رضي الله عنه: أنهم أصابهم مطر في يوم عيد فصلى بهم النبي صلى الله عليه وسلم العيد في المسجد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১০০৫ | মুসলিম বাংলা