ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ১০০৪
ওযরের কারণে মসজিদের মধ্যে সালাতুল ঈদ আদায়
(১০০৪) আবু ইসহাক থেকে বর্ণিত, আলী রা. একব্যক্তিকে নির্দেশ প্রদান করেন, ঈদের দিনে দুর্বল মানুষদের নিয়ে মসজিদের মধ্যে দুই রাকআত সালাত আদায় করতে।
عن أبي إسحاق أن عليا رضي الله عنه أمر رجلا يصلي بضعفة الناس في المسجد ركعتين
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১০০৪ | মুসলিম বাংলা