ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৯৯৮
দুই ঈদের পূর্বে খাদ্য গ্রহণ
(৯৯৮) বুরাইদা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ঈদুল ফিতরের দিনে খাদ্য গ্রহণ না করে বের হতেন না। আর তিনি ঈদুল আযহার দিনে ফিরে আসার আগে কিছুই খেতেন না। ফিরে এসে তার কুরবানীর পর গোশত থেকে ভক্ষণ করতেন।
عن بريدة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم كان لا يخرج يوم الفطر حتى يطعم وكان لا يأكل يوم النحر شيئا حتى يرجع فيأكل من أضحيته... لا يطعم يوم الأضحى حتى يصلي
হাদীসের ব্যাখ্যা:
গ্রন্থকার রাহ. বলেন, এরূপ করা মুসতাহাব। বুখারি সঙ্কলিত একটি হাদীস [নং-৯৫৫] থেকে তা বোঝা যায়। এই হাদীসে বর্ণিত হয়েছে যে, আবু বুরদা রা. ঈদুল আযহার সালাতের আগেই কুরবানি করেন এবং গোশত ভক্ষণ করেন । রাসূলুল্লাহ (ﷺ) তার কুরবানি বাতিল করে দেন, কিন্তু তিনি তার গোশত খাওয়ার বিষয়ে আপত্তি করেন নি।
