ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৯৯৯
সালাতুল ঈদে আযান ও ইকামত নেই
(৯৯৯) জাবির ইবন সামুরা রা. বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে একবার নয়, দুইবার নয়, অনেকবার দুই ঈদের সালাত আদায় করেছি আযান ও ইকামত ছাড়া।
عن جابر بن سمرة رضي الله عنه قال: صليت مع رسول الله صلى الله عليه وسلم العيدين غير مرة ولا مرتين بغير أذان ولا إقامة
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, ঈদের নামাযে আযান-ইকামাত নেই। এটাই হানাফী মাযহাবের মত। (বাদায়েউস সানায়ে’: ১/১৫২)
