ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৯৯৭
দুই ঈদের পূর্বে খাদ্য গ্রহণ
(৯৯৭) আনাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ঈদুল ফিতরের দিন কিছু খেজুর না খেয়ে বের হতেন না। অন্য বর্ণনায়: ‘এবং তিনি তা বেজোড় সংখ্যায় খেতেন ।
عن أنس بن مالك رضي الله عنه قال: كان رسول الله صلى الله عليه وسلم لا يغدو يوم الفطر حتى يأكل تمرات. وفي لفظ: ويأكلهن وترا
