ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৯৮৪
খুতবা চলাকালে কথা বলা বা সালাত আদায় করা
(৯৮৪) জাবির ইবন আব্দুল্লাহ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) জুমুআর দিনে মানুষদেরকে খুতবা দিচ্ছিলেন, এমতাবস্থায় একব্যক্তি আগমন করে। তখন তিনি বলেন, হে অমুক, তুমি কি সালাত আদায় করেছ? লোকটি বলে, না। তিনি বলেন, উঠে দাঁড়াও এবং দুই রাকআত সালাত আদায় করো।
عن جابر بن عبد الله رضي الله عنه قال: جاء رجل والنّبي صلى الله عليه وسلم يخطب الناس يوم الجمعة فقال: أصليت يا فلان؟ قال لا قال قم فاركع ركعتين (فصل ركعتين)
হাদীসের ব্যাখ্যা:
গ্রন্থকার রাহ. বলেন, সম্ভবত এই ঘটনাটি ছিল খুতবার সময় কাজকর্ম বৈধ থাকাকালীন; নিষিদ্ধ হওয়ার পূর্বে। এছাড়া লোকটির সাথে রাসূলুল্লাহ (ﷺ) এর এই কথাবার্তা ছিল খুতবা শুরুর পূর্বে । কারণ এই হাদীসের মুসলিম সঙ্কলিত [এক বর্ণনার] শব্দে বলা হয়েছে: جاء سليك الغطفاني يوم الجمعة ورسول الله صلى الله عليه وسلم قاعد على المنبر ‘জুমুআর দিনে রাসূলুল্লাহ (ﷺ) মিম্বারের উপর বসে ছিলেন এমতাবস্থায় সুলাইক গাতফানি আগমন করে...'। এতে বোঝা যায় যে, অন্য বর্ণনায় যেখানে ‘খুতবা দিচ্ছিলেন' বলা হয়েছে, সেখানে উদ্দেশ্য হল, খুতবা দানের প্রস্তুতি নিচ্ছিলেন। অথবা এমনও হতে পারে যে, বিষয়টি সুলাইকের জন্য খাস ছিল ।
