ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৯৮৫
খুতবা চলাকালে কথা বলা বা সালাত আদায় করা
(৯৮৫) জাবির ইবন আব্দুল্লাহ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) খুতবা প্রদান কালে বলেন, যদি তোমাদের কেউ ইমামের খুতবা প্রদানের সময় অথবা ইমামের খুতবার উদ্দেশ্যে বের হওয়ার পরে মসজিদে আগমন করে তাহলে সে যেন দুই রাকআত সালাত আদায় করে।
عن جابر بن عبد الله رضي الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم وهو يخطب إذا جاء أحدكم والإمام يخطب أو قد خرج فليصل ركعتين ….. وليتجوز فيهما

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার বলেন, এই হাদীসে খুতবা চলাকালীন মসজিদে আগমন করলে দুই রাকআত সালাত আদায়ের সামগ্রিক নির্দেশ প্রদান করা হয়েছে। তবে দারাকুতনি বলেন যে, এই নির্দেশটি সম্ভবত কোনো বর্ণনাকারীর বক্তব্য। রাসূলুল্লাহ (ﷺ) সুলাইক গাতফানিকে সালাতের নির্দেশ দেন। তা থেকে বর্ণনাকারী সামগ্রিক নির্দেশ গ্রহণ করেন। আল্লাহই ভালো জানেন ।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ৯৮৫ | মুসলিম বাংলা